বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকা ভূক্তির এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ: উর্ত্তীন ১০২৫৭ জন

সম্পাদকীয় 1 year ago প্রচ্ছদ

ল নিউজ ২৪.কম: বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকা ভূক্তির এমসিকিউ পরীক্ষায় পাস করেছেন ১০২৫৭ জন শিক্ষার্থী।

 
১৭ জুন ২০২২ (শুক্র বার)সারাদেশ থেকে এবার এ পরীক্ষায় ৪০,৬৯৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।


পরীক্ষা শেষে শুক্রবার রাতে ফলাফল প্রকাশ করে আইনজবিেদের নিয়ন্ত্রন ও সনদ প্রদান কারী স্বায়তিশিাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল।  
যারা এমসিকিউতে পাশ করেছেন তাদের লিখিত পরীক্ষা দিতে হবে।   তারপর মৌখিক পরীক্ষায়া  অংশগ্রহন করে পাশ করলেই আইনজীবী তালিকাভূক্ত হতে পারবেন।  

ফলাফল পাওয়া যাবে বাংলাদেশ বার কাউন্সিল এর https:/www.barcouncil.gov.bd ওয়েব সাইডে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব