ল নিউজ ২৪.কম: বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকা ভূক্তির এমসিকিউ পরীক্ষায় পাস করেছেন ১০২৫৭ জন শিক্ষার্থী।
১৭ জুন ২০২২ (শুক্র বার)সারাদেশ থেকে এবার এ পরীক্ষায় ৪০,৬৯৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
পরীক্ষা শেষে শুক্রবার রাতে ফলাফল প্রকাশ করে আইনজবিেদের নিয়ন্ত্রন ও সনদ প্রদান কারী স্বায়তিশিাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল।
যারা এমসিকিউতে পাশ করেছেন তাদের লিখিত পরীক্ষা দিতে হবে। তারপর মৌখিক পরীক্ষায়া অংশগ্রহন করে পাশ করলেই আইনজীবী তালিকাভূক্ত হতে পারবেন।
ফলাফল পাওয়া যাবে বাংলাদেশ বার কাউন্সিল এর https:/www.barcouncil.gov.bd ওয়েব সাইডে।