আলীকদম সেনা জোনের অভিযানে বিদেশি মদসহ এক হোটেল মালিক আটক

সম্পাদকীয় 1 month ago প্রচ্ছদ

পার্বত্য বান্দরবানের আলীকদম সেনা জোনের বিশেষ অভিযানে বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আলীকদম সেনা জোন। 


অদ্য (২৬ জুলাই ২০২৩) বুধবার ১২:০০ ঘটিকার সময় ৩১ বীর জােনের আওতাধীন আলীকদম ১নং সদর ইউপির ২নং ওয়ার্ড পশ্চিম বাজার জিয়া আবাসিক হোটেল থেকে বিএ-১০৩২৫,ক্যাপ্টেন মোঃ মাজহারুল ইসলাম(৩১বীর) এর নেতৃত্বে একটি (সি-টাইপ টহল) অভিযান পরিচালনা করে ৪০,০০০/- মূল্য মানের ১১টি বিদেশি মদের বোতল  আটক করেছে। 


জোন সদরের এফএসদের গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে আলীকদম ১ নং সদর ইউনিয়নের মৃত আব্দুস সালাম এর ছেলে, আলীকদম পশ্চিম বাজার হোটেল মালিক মোঃ আতিকুর রহমান (৩৫), আবাসিক হোটেলে দীর্ঘদিন যাবত মাদক সরবরাহ করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসতেছে।


এরই প্রেক্ষিতে (৩১বীর) আলীকদম জোনের এফএস গ্রুপ কর্তৃক একটি তল্লাশি কার্যক্রম জোরদার করেন।পরবর্তী আনুমানিক ১০:৩০ ঘটিকায় মোঃ আতিকুর রহমান এর হোটেলে তল্লাশির জন্য গেলে উক্ত হোটেলে   অবৈধ ১১ বতল বিদেশি মদের বোতল ও নগদ অর্থ ২১,১৪৫/- পাওয়া যায়।


এরপর, হোটেল তল্লাশি শেষে, তার বাড়িতে তল্লাশি করে আরো ১০০ গ্রাম গাজা ও ৩ প্যাকেট মায়ানমারের সিগারেট এবং মায়ানমারের টাকা-(৬২,০০০/-কিয়াট) নগদ অর্থ সহ তাকে আটক করা হয়। 


আটককৃত মালামালের বিবরণঃ

১/বিদেশি মদ-১১ বোতল 

২/মায়ানমার টাকার পরিমান -(৬২,০০০/-কিয়াট)

৩/দেশি টাকার পরিমান-২১,১৪৫/-

৪/গাজা-১০০ গ্রাম

৫/মোবাইল ফোন-০১টি

৬/ মোবাইল সিম কার্ড-০১টি

৭/বার্মিজ সিগারেট-০৩ প্যাকেট

৮/দিয়াশ লাইট-০১টি


উল্লেখ্য যে, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবৃন্দ ও আসামির পরিবারের সদস্যদের উপস্থিততে এবং ক্যাপ্টেন মাজহারুল ইসলাম এর নেতৃত্বে ভিকটিম এর বাড়ি তল্লাশি করা হয়।


পরবর্তীতে আটককৃত অবৈধ মালামাল ও আসামিকে তার পরিবারের সদস্য মোঃ সাদ্দাম হোসেন(ছোট ভাই) এর উপস্থিতিতে এবং ক্যাপ্টেন মাজহারুল ইসলাম(৩১বীর) এর নেতৃত্বে আলীকদম থানার এসআই মোঃ ফয়সাল এর নিকট ০৩:১৫ ঘটিকার সময় অক্ষত অবস্থায় সঠিক ভাবে হস্তান্তর করা হয়।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব