শহীদ বুদ্ধিজীবী দিবসে : প্রধান বিচারপতির শ্রদ্ধা

সম্পাদকীয় 8 months ago প্রচ্ছদ

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির জন্য কলঙ্কময় দিন। যতদিন পৃথিবী থাকবে দিন বাঙালি জাতির জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ১৯৭১ সালের দিনে রাজাকার, আল-বদর, আল-শামসদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী দেশের শতাব্দীর শ্রেষ্ঠ সন্তানদের অর্থাৎ বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।



দিবসটি উপলক্ষে মিরপুরে অবস্থিত জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে সেখানে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করে ফিরে যান প্রধান বিচারপতি।

গভীর শোক, বিনয় শ্রদ্ধায় আজ পুরো জাতি ১৯৭১ সালে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে। শহীদ বুদ্ধিজীবী দিবসের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৭টার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিবসটি উপলক্ষে পৃথক পৃথক বাণীও দিয়েছেন তারা।


মুক্তিযুদ্ধ চলাকালে আল-বদরের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিদের অপহরণ করা হয়। পরে নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়েরবাজার মিরপুরে তাদের হত্যা করা হয়। দুটি স্থান এখন বধ্যভূমি হিসেবে সংরক্ষিত।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব