৭ এপিবিএন এর অভিযানে ৩১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

সম্পাদকীয় 1 month ago প্রচ্ছদ

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি,  খোন্দকার ফরিদুল ইসলাম মহোদয়ের  নির্দেশে পুলিশ পরিদর্শক  (নিঃ) জনাব মোঃ মাইন উদ্দিন এর নেতৃত্বে ১৮/০৭/২০২৩ খ্রিঃ তারিখ  ০৬.২০ ঘটিকার সময় সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন চালিয়াকাপন সাকিনস্থ  মরিচা যাত্রী ছাউনির সামনে অভিযান পরিচালনা করে খুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ মোস্তাক আহম্মদ  (৪০)কে ৩১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। 


আসামী মোঃ মোস্তাক আহম্মদ  (১৮), এর পিতা- মৃত আজব আলী , মাতা- আঙ্গুরা বিবি, সাং- খাসেরা, থানা-জকিগঞ্জ , সিলেট


এস আই (নিঃ)/ মোঃ আবু তাহের  ঘটনার বিষয়ে বাদী হয়ে জকিগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। 


৭ আমর্ড পুলিশ ব্যাটালিয়ান, সিলেট এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলাম অভিযানে অংশগ্রহনকারী সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং আরো উৎসাহ নিয়ে অভিযান পরিচালনা করার নির্দেশ দেন।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব