ডিএমপি কমিশনারের কার্যালয়ে পুলিশ কর্তৃক সুপ্রিম কোর্টের জামায়াতপন্থি চার আইনজীবীকে হেনস্তার অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা।
মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে জামায়াত সমর্থিত সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে শতাধিক আইনজীবী অংশ নিয়ে পুলিশ কর্তৃক আইনজীবীদের হেনস্তা করার নিন্দা জানান। আইনজীবীরা এ ঘটনায় ডিএমপি কমিশনারকে দুঃখ প্রকাশ করে প্রেস নোট দেওয়াসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবি জানান।