স্বপন বিশ্বাস,
রাজবাড়ী থেকে,
রাজবাড়ীতে ৪ কেজি গাঁজাসহ আটককৃত তিন মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মামলা হয় ও বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করা হয়।
রবিবার (১৯ মার্চ) রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ শাহাদাত হোসেন এর নেতৃত্বে থানা পুলিশ শহরের মুরগীর ফার্ম এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে।
এদিন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানা মামলা হয়, ৩৬(১) সারণির ১৯(ক)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ২০১৮; রুজু করা হয়। আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ফতুল্লা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোঃ আমির হোসেনের ছেলে মোঃ হাসিবুর রহমান হিমেল(২২), মৃত জামাল সরদারের ছেলে মোঃ মাসুদ রানা(২০) ও মোঃ ইদ্রিস আলীর ছেলে মোঃ রাব্বি ওরফে জুনায়েদ(২১)।