গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় এক নারী নিহত

সম্পাদকীয় 1 month ago প্রচ্ছদ

গাজীপুরের টঙ্গীতে বাসের ধাক্কায় চাঁদনী আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। 


রবিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


চাঁদনী আক্তার শরীয়তপুর জেলার জাজিরা থানার কাজীরহাট গ্রামের শহীদুল ইসলামের মেয়ে। তার স্বামী অপু প্রবাসে রয়েছেন। চাঁদনী স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামে একটি কারখানার বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি আউচপাড়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।


টঙ্গী প‚র্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেন।


প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, সকালে টঙ্গীর হোসেন মার্কেট বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন চাঁদনী। এ সময় ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে চাঁদনী ছিটকে গিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 


ওসি বলেন, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব