মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সম্পাদকীয় 7 months ago প্রচ্ছদ

চেক প্রতারণার অভিযোগের মামলায় অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।


বুধবার ( ২৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মুস্তফা রেজা নূর পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ২৭ মার্চ গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।


মামলার বাদীপক্ষের আইনজীবী মিয়া হোসেন বিষয়টি ল নিউজ ২৪ কে নিশ্চিত করে। তোফাজ্জল হোসেন নামের একজন বেসরকারি চাকরিজীবী আলেশা মার্ট অনলাইন থেকে একটি মোটরসাইকেল কেনেন। তবে যথাসময়ে তাকে মোটরসাইকেল সরবরাহ করা হয়নি। পরে আলেশা মার্ট কর্তৃপক্ষ মোটরসাইকেলের দাম বাবদ দেওয় এক লাখ ৬৩ হাজার টাকার একটি ফিরতি চেক দেয় তাকে কিন্তু নির্দিষ্ট তারিখে আসামির ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় পরবর্তী সময়ে বাদী আসামিকে লিগ্যাল নোটিশের মাধ্যমে মোটরসাইকেল চেকের টাকা দেওয়ার অনুরোধ করেন।


এরপর আসামি বাদীকে পাওনা টাকা ফেরত না দেওয়ায় গত বছরের ২২ আগস্ট আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী তোফাজ্জল হোসেন।


আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করে বুধবার ( ২৫ জানুয়ারি) হাজির থাকতে দির ধার্য করেন। নির্ধারিত তারিখ আসামি আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি কারা হয়। 

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব