র‌্যাবের অভিযানে এক মাদক কারবারি আটক

সম্পাদকীয় 1 month ago প্রচ্ছদ

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১৪ হাজার ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪ এর এক আভিযানিক দল।


শুক্রবার (১৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে  রাতে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।


আটক হওয়া ব্যক্তির নাম সুজন মোল্যা (৩০)। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। র‌্যাবের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক দ্রব্যের কারবারের সঙ্গে জড়িত আছেন।


লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, আটক হওয়া ব্যক্তির কাছ থেকে ১৪ হাজার ৪৯০ পিস জব্দ করা হয়েছে। আটক ব্যক্তি দেশের বিভিন্নস্থান থেকে ইয়াবা সংগ্রহ করে আশুলিয়া ও এর পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘ দিন ধরে মাদকের কারবার করে আসছিল। সে ম‚লত বিভিন্ন স্থানে খুচরা বিক্রেতাদের মাধ্যমে ইয়াবা সরবরাহ করত। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব