তাহিরপুর থানা পুলিশের অভিযানে ৮০০ গ্রাম গাঁজা ও ৭৫ পিস ইয়াবাসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার।

সম্পাদকীয় 2 months ago প্রচ্ছদ

সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই মৃদুল কান্তি সরকার ১২-০৬-২০২৩ খ্রি. রাত ০৯:৫৫ ঘটিকায় তাহিরপুর থানাধীন ট্যাকেরঘাট সাকিনস্থ বড়ছড়া হতে বাগলী বাজার গামী কাঁচা রাস্তার কালভার্টের উপর উপস্থিত হলে একটি মোটরসাইকেল যোগে ০৩ জন ব্যক্তিকে আসতে দেখে তাদেরকে থামার জন্য সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলের আরোহীগণ পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মোটরসাইকেল সহ ০২ জনকে আটক করেন এবং ০১ জন পালিয়ে যায়। 


আটককৃত আসামিদ্বয়ের নিকটে থাকা ০১টি কালো রংয়ের পলিথিনের মধ্যে মোড়ানো ৮০০ (আটশত) গ্রাম মাদকদ্রব্য (গাঁজা) এবং ০১ (এক) টি সাদা রংয়ের পলিথিনে  বিশেষভাবে মোড়ানো ৭৫ (পঁচাত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি রেজিস্ট্রেশন বিহীন প্লাটিনা মোটরসাইকেল উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। 


আটককৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম ঠিকানা ১। ইছব আলী(৩৫), পিতা-মোঃ আব্দুল ছালাম, ২। বায়তুল ইসলাম(৩৫), পিতা-আব্দুল মোতালিব, উভয় সাং-লাকমা, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জ বলে জানায় এবং পলাতক আসামির  নাম ঠিকানা ৩। জিন্নত আলী(৩০), পিতা-হাছেন আলী, সাং-লাকমা, থানা-তাহিরপুর, জেলা-সুনামগমঞ্জ বলে জানায়। ধৃত আসামিদ্বয়সহ পলাতক আসামি পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ তাহিরপুর থানাসহ আশপাশের থানা এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামিদ্বয়সহ পলাতক আসামির বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব