রাজধানীতে তিনটি ডায়াগনস্টিক হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

সম্পাদকীয় 1 month ago প্রচ্ছদ

রাজধানীতে অনুমোদনবিহীন বিভিন্ন হাসপাতালে অভিযান পরিচালনা করেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ক্ষিণ খানের কেয়ার প্লাস ডায়াগনস্টিক, ফার্স্ট কেয়ার ডায়াগনস্টিক এবং উত্তরখানের ফাতেমা মেমোরিয়াল ডায়াগনস্টিক নামে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।


রোববার (৯ জুলাই) সকাল থেকে শুরু হওয়া অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ।


জরিমানার কারণ হিসেবে জানা যায়, রিএজেন্ট সংরক্ষণের ফ্রিজে নির্দিষ্ট তাপমাত্রা বজায় না রাখা, ওই ফ্রিজে বিভিন্ন ধরণের খাদ্যদ্রব্য রাখা, লাইসেন্স নবায়ন না করে প্রতিষ্ঠান পরিচালনা করা, নির্দিষ্ট রঙ এর ময়লার ঝুড়ি ব্যবহারে অনিয়ম।


বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দফতরের মিডিয়া বিভাগের সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান। তিনি জানান, অভিযানে তিন প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। বিভিন্ন অভিযোগে প্রত্যেককে ১ লাখ টাকা করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরে ম্যাজিস্ট্রেট তাদেরকে সতর্কও করেন।


র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব