স্বপন বিশ্বাস,
রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীতে ৩০ হাজার টাকার একশত পিস ইয়াবাসহ মোঃ রমজান মোল্লা (২২) ও মোঃ লাল মিয়া শেখ (২৪) নামে দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃতরা হলেন গোয়ালন্দ থানার শামসু মাষ্টার পাড়ার মৃত মোস্তফা মোল্লার ছেলে মোঃ রমজান মোল্লা ও সোহরাব মন্ডলপাড়ার মোঃ দুলাল শেখের ছেলে মোঃ লাল মিয়া শেখ।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে অফিসার ফোর্সের সদস্যরা সোমবার (৬ মার্চ) গোপন সংবাদের ভিওিতে গোয়ালন্দ ঘাট থানার মেসার্স কফিল ফিলিং ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে।