ভোলায় ৫ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

সম্পাদকীয় 2 months ago প্রচ্ছদ

ভোলায় মো.আমির হোসেন নামে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের আন্ডারওয়্যার থেকে ৫ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। 


বুধবার (৭ জুন) সকালে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম তাকে আটক করে।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।


জিজ্ঞাসাবাদে তিনি বলেন, এসব ইয়াবা তিনি চট্টগ্রাম থেকে কিনে ভোলার চরফ্যাশন উপজেলায় বিক্রির জন্য নিয়ে আসছিলেন।


আটককৃত আমির হোসেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার ১৭ নং কারপাড়া ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মৃত মিরাজ মিয়ার ছেলে।


ওসি জানান, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গোলাম মোস্তফা অভিযান চালিয়ে ওই বৃদ্ধকে গ্রেফতার করে। তার পরিহিত আন্ডারওয়্যারের মধ্যেই ৫ হাজার ৭৫০ পিস ইয়াবা বহন করেছিলেন। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক ও ছিনতাই মামলা রয়েছে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব