ল নিউজ ২৪.কম: বাংলাদেশর প্রবীন আইনজীবী ও সাবেক মন্ত্রী তফাজ্জল হোসেন( টি এইচ ) খান রোববার (১৬ জানুয়ারী ২০২২) ১০২ বছর বয়সে রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন।সোমবার (১৭ জানুয়ারী) সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে জানাযা অনুষ্ঠিত হবে। তাকে ময়মনসিংহে দাফন করা হবে।
তিনি ১৯২০ সালের ২১ অক্টোবর ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার ওটি গ্রামে জন্মগ্রহন করেন।
১৯৪৫ সালে ঢাকাবিশ্ববিদ্যালয় হতে বিএ অনার্স এবং ১৯৪৬ সালে এমএ পাস করেন। ১৯৪৭ সালে আইন পেশায় যোগদান করেন।
১৯৫১ সালে হাইকোর্টের তালিকা ভুক্ত হন।১৯৬৮ সালে তদানীন্তন পূর্ব পাকিস্তান হািইকোর্টের বিচারপতি হিসাবে যোগদান করেন। স্থায়ী
১৯৫১ সালে হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৬৮ সালে তদানীন্তন পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি হিসেবে যোগদান করেন। স্থায়ী হন ১৯৭১ সালেন ২৫ মার্চ।
দেশ স্বাধীনের পর তিনি আর বিচার বিভাগে যোগ দেননি। এরপর ১৯৭৩ সালে পুনরায় আইনজীবী পেশায় ফিরে আসেন। ১৯৭৪ সালে তিনি প্রথম বারের মতো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন।
এরপর ১৯৭৯ সালে বিএনপির প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮১ সালের ১৫ নভেম্বর আইন, শিক্ষা, ধর্ম, ভূমি ও রাজস্ব এবং ক্রীড়ামন্ত্রী হিসেবে শপথ নেন। তিনি মৃত্যুর পর্যন্ত বিএনপির প্রথম ভাইস চেয়ারম্যান ছিলেন্।