রাজবাড়ীতে আইনের ছাত্র রিপন হত্যা মামলায় ১ জ‌নের ফা‌সি ও ১২ জন খালাশ

সম্পাদকীয় 2 weeks ago প্রচ্ছদ

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ 

রাজবাড়ীর দৌলতদিয়ার চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় পড়ূয়া আইনের ছাত্র সাইফুল ইসলাম ওরফে রিপন মণ্ডল হত্যা মামলায় মোঃ জামাল পত্তনদার নামে ১ জ‌নের ফা‌সি ও ১২ জন  আসামীকে খালাশ দি‌য়ে‌ছেন আদালত।


দন্ডপ্রাপ্ত আসামী, ‌মোঃ জামাল পত্তনদার হলেন উত্তর দৌলত‌দিয়ার ফেলু মোল্লা পাড়ার ‌হো‌সেন পত্তনদা‌রের ছে‌লে।


রবিবার (৬আগস্ট) বিকালে রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোছাঃ জা‌কিয়া পারভীন এ রায় দেন।


এদি‌কে রায় ঘোষনার পর আদালত প্রাঙ্গ‌নে কান্নায় ভে‌ঙ্গে পড়েন নিহত রিপ‌ন মন্ড‌লের বাবা মোহন মন্ডলসহ তার স্বজনরা। স্বাক্ষ‌্য প্রমান থাকার পরও তারা ন‌্যায় বিচার পান নাই এবং রাজ‌নৈ‌তিক প্রতি‌হিংসার শিকার হ‌য়ে‌ছেন ব‌লে তারা অ‌ভি‌যোগ ক‌রেন।


আসামী প‌ক্ষের আইনজী‌বি আশরাফুল হাসান আশা বলেন, এ রা‌য়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতি‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। এতে আসামী পক্ষ ও আমরা খু‌শি।


ঘটনাটি,  ২০১৪ সা‌লের ৬ সে‌প্টেম্বর রা‌তের খাবার খে‌য়ে রিপন তার বন্ধু ফরি‌দের সা‌থে বাড়ী থে‌কে বের হয়। প‌রে ৭ সে‌প্টেম্বর রাত পৌনে ৩টার দি‌কে জামাল পত্তনদার, মো: ইয়াসিন শেখ, মো: শহিদ, মোঃ সুমন শেখ, হারুন সহ অজ্ঞাতনামা ৮/১০ জন দৌলতদিয়া পতিতা পল্লীতে পূর্ব পরিকল্পিতভাবে রিপ‌নের বুকে, মাথায় ও থুতনিতে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে। এতে রিপন ঘটনাস্থলেই মারা যায়। 

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব