রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী নেপাল বাহিনীর সদস্য গ্রেপ্তার

সম্পাদকীয় 3 months ago প্রচ্ছদ

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ 


রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী নেপাল বাহিনীর সদস্য মোঃ শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশ(৩০) কে  গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সেই সাথে কাছ থেকে একটি দেশীয় তৈরি লোহার কালো রংয়ের সচল ওয়ান শ্যুটারগান উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১১মে) জেলা গোয়েন্দা শাখা ডিবি'র অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে অফিসার ফোর্সের সদস্যরা  গোপন সংবাদের ভিওিতে জেলার খানগঞ্জ ইউনিয়নের 

খোষবাড়ী গ্রামে  অভিযান পরিচালনা করে আসামীর বসত ঘরের ভেতর থেকে আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সন্ত্রাসী নেপাল বাহিনীর সদস্য হল খানগঞ্জ ইউনিয়নের খোষবাড়ী গ্রামের মৃত আব্দুল সাত্তার চৌধুরীর ছেলে মোঃ শাহীন চৌধুরী ওরফে ব্রিটিশ(৩০)।



জানাগেছে, সে উপস্থিত লোকজনের সামনে স্বীকার করেছে,  সে সন্ত্রাসী নেপাল বাহিনীর সদস্য। নেপালের অবর্তমানে তার ভাতিজা ছালাম সরদার গ্রুপটি পরিচালনা করছে।

জিজ্ঞাসাবাদে সে আরোও জানায় গত (১০ মে)  চরমপন্থি নেপাল গ্রুপের অন্যতম সদস্য বাচ্চু সরদার (৩৯),সন্ধার পরে এই অস্ত্রটি একটি ব্যাগে ভরে তার হেফাজতে রাখার জন্য দিয়েছে। তিনি একই গ্রামের মৃত কফিল উদ্দিন সরদারের ছেলে।

আসামী বাচ্চুর নেতৃত্বে তারা সন্ত্রাসী গ্রুপের আরো অজ্ঞাত ২/৩ জন সদস্য সহ বর্নিত ঘটনাস্থলে স্বশস্ত্র অবস্থান করছিল। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী বাচ্চু সহ বাকীরা পালিয়ে যায়।

ধৃত আসামী সম্পর্কে এলাকায় খোঁজ-খবর নিয়ে জানা যায় উক্ত আসামীর স্বভাব-চরিত্র ভাল নয়, তার প্রকাশ্য জীবিকারও কোন উৎস নাই এবং সে একটি সক্রিয় সন্ত্রাসী গ্রুপের সদস্য। তারা নদীপথে ডাকাতি, রাহাজানি করে জীবিকা নির্বাহ করে। উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে আছে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব