রাজশাহীতে কিশোরীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার

সম্পাদকীয় 1 day ago প্রচ্ছদ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় অভিযান চালিয়ে অপহরণের শিকার এক কিশোরীকে (১৪) উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণের অভিযোগে মো. আশিক (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানিয়েছে। 

এর আগে, বৃহস্পতিবার রাতে র‌্যাব-৫-এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। 

গ্রেফতার আশিকের বাড়ি বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ভাবনপুর মহল­ায়। 

র‌্যাব জানায়, অপহরণের অভিযোগে ২০ আগস্ট আশিকের বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা হয়েছিল। ওই কিশোরীর পরিবার মামলাটি করে। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ জানতে পারে, আসামি আশিক রাজশাহীর পুঠিয়া উপজেলার নামাজগ্রাম গ্রামের এক বাড়িতে ওই কিশোরীকে নিয়ে অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালান। উদ্ধারের পর ওই কিশোরীকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়। আসামি আশিককেও থানায় হস্তান্তর করা হয়েছে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব