স্বপন বিশ্বাস,
প্রতিনিধি রাজবাড়ীঃ
রাজবাড়ীতে একটি ওয়ান শুটার গান, একটি সুইচ গিয়ার চাকু, একটি ১২ বোর কার্তুজ ও একটি নম্বর বিহীন মোটর সহ মোঃ মশিউর রহমান মিথুন মোল্লা (২৬) ও তার সহযোগী মোঃ হাবিব শেখ (২৯) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
জানাগেছে, মোঃ মশিউর রহমান মিথুন মোল্লার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক,নারী ও শিশু নির্যাতন সহ ১২ টি মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর সাথে (১৫এপ্রিল) কথা বললে তিনি জানান
শুক্রবার (১৪এপ্রিল)রাত দশটা ২০ মিনিটের দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দার মোঃ রহমত মোল্লার ছেলে মিথুন মোল্লা,
তার সহযোগী হলো শ্রীপুর এলাকার মোঃ জব্বার শেখের ছেলে মোঃ হাবিব শেখ।