রাজবাড়ীতে অস্ত্র, কার্তুজ, চাকু,মোটরসাইকেল, হত্যাসহ ১২মামলার আসামী গ্রেফতার

সম্পাদকীয় 4 months ago প্রচ্ছদ

স্বপন বিশ্বাস, 

প্রতিনিধি রাজবাড়ীঃ

রাজবাড়ীতে  একটি ওয়ান শুটার গান, একটি সুইচ গিয়ার চাকু, একটি ১২ বোর কার্তুজ ও একটি নম্বর বিহীন মোটর সহ মোঃ মশিউর রহমান মিথুন মোল্লা (২৬) ও তার সহযোগী  মোঃ হাবিব শেখ (২৯) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ  ডিবি।


জানাগেছে, মোঃ মশিউর রহমান মিথুন মোল্লার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক,নারী ও শিশু নির্যাতন সহ ১২ টি মামলা রয়েছে।


জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান খান এর সাথে (১৫এপ্রিল) কথা বললে তিনি জানান

শুক্রবার (১৪এপ্রিল)রাত দশটা ২০ মিনিটের  দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃতরা হলো রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দার মোঃ রহমত মোল্লার ছেলে মিথুন মোল্লা,

তার সহযোগী হলো শ্রীপুর এলাকার মোঃ জব্বার শেখের ছেলে মোঃ হাবিব শেখ।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব