ল নিউজ ২৪.কম: পুরুষের বহুবিবাহের বিষয়ে কেন নীতিমালার করার নির্দেশ দেয়া হবেনা - তা জানতে চেয়ে হাইকোর্টের বিচার পতি এম ইনায়েতুর রহমান ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের গঠিত দ্বৈত বেঞ্চ বুধবার এই রুল জারি করেন।
এছাড়াও পুরুষের বহুবিবাহে সমঅধিকারের নিশ্চয়তার প্রশ্নে হাইকোর্টের রুল জারি করেন।
আইন সচিব ও ধর্ম মন্ত্রনালয়ের সচিব কে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রীটের পক্ষে শুনানীতে ছিলেন আইনজীবী ইশরাত হাসান ও জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেলে বিপুল বাগমার।