স্বপন বিশ্বাস,
রাজবাড়ীঃ
রাজবাড়ীতে পুলিশি অভিযানে মোটর সাইকেলসহ মোঃ রিমন শেখ(২২) ও মোঃ সজিব(২৪) নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৮মার্চ) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ শাহাদাত হোসেন এর নেতৃত্বে অফিসার ফোর্সের সদস্যরা শহরের মুরগীর ফার্ম এলাকায় অভিযান পরিচালনা করে। ওইসময় ভাই ভাই মটরস নামক মোটরসাইকেলের গ্যারেজ থেকে চোরাইকৃত মোটর সাইকেল সহ আসামীদেরকে গ্রেফতার করে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মঙ্গলবার (২৮মার্চ) রাজবাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করাসহ আসামীদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতেপ্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন রাজবাড়ী সদর থানার মহাদেবপুর গ্রামের মৃত ইসলাম শেখের ছেলে মোঃ রিমন শেখ(২২) ও একই থানার জৌকুড়া গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ সজিব(২৪)।