স্বপন বিশ্বাস,
রাজবাড়ী জেলা প্রতিনিধি,
রাজবাড়ীতে বিভিন্ন আইন বাস্তবায়নে ৪টি প্রতিষ্ঠানকে ৪৩০০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে মঙ্গলবার (২৮ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় রাজবাড়ী শহরের নতুন বাজার ও জেল খানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওইসময় সরকারী আইন ও বিধি বিধান মেনে চলার জন্য ব্যবসায়ীদের পরামর্শ প্রদান করা হয়।
এরপর বি এস টি আই আইন ২০১৮ এর ১৫(১) ধারা লংঘণে ২৭ ধারায় তাইবা ট্রেডিং এন্ড ম্যানুফ্যাকচারিং কোং লিঃ কে ৪০,০০০টাকা, বাংলাদেশ হোটেল এন্ড রেঁস্তরা আইন ২০১৩ এর ৭ ধারা লংঘনে ১৯ ধারায় হোটেল গরীবে নেওয়াজ মালিক কে ১০০০টাকা আলমদিনা রেস্টুরেন্ট এন্ড বিরানী হাউস মালিক কে ১০০০টাকা এবং রুদ্র হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার মালিক কে ১০০০ টাকা, সর্বমোট ৪৩,০০০টাকা জরিমানা আরোপ, আদায় করা হয়।
ওইসময় সহযোগিতায় ছিলেন প্রসিকিউটর ফরিদপুর বিএসটিআই পরিদর্শক প্রকৌশলী মাহমুদুল হাসান রানা, জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, শৃঙ্খলায় ছিলেন সদর থানা পুলিশের একটি টিম, ডিসি অফিসের পেসকার রাজু আহম্মেদ , জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে।