জাপানি দুই শিশুর বাবার মামলা খারিজ আদেশের বিরুদ্ধে আপিল গ্রহন করেছে আদালত

সম্পাদকীয় 6 months ago প্রচ্ছদ

জাপানি বংশোদ্ভুত দুই শিশুকে নিজ জিম্মায় রাখাতে বাবা ইমরান শরিফের মামলা খারিজ আদেশের বিরুদ্ধে করা আপিল আমলে নিয়েছেন ঢাকার পারিবারিক আপিল আদালত।


 বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার জেলা ও দায়রা জজ এবং পারিবারিক আপিল আদালতের বিচারক এ. এইস.এম হাবিবুর রহমান ভুঁইয়ার আদালতে আপিলের বিষয় শুনানি হয়। 


উভয় পক্ষের  শুনানি শেষে আদালত আপিল আবেদন গ্রহণ করে নিম্ন আদালতের দেওয়া আদেশসহ নতি তলব করেছেন। পাশাপাশি এ মামলার বিকল্প বিরোধ নিষ্পত্তি করতে তারিখ ধার্য করবেন বলে জানিয়েছেন ।


বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিমা আক্তার লাভলী এসব তথ্য জানিয়েছেন। 


এর আগে,গত ২৯ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান জাপানি দুই শিশুকে মা নাকানো এরিকোর জিম্মায় রাখার আদেশ দেন।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব