বগুড়ায় র‌্যাবের অভিযানে অপহরণ মামলার গ্রেফতার ১

সম্পাদকীয় 5 months ago প্রচ্ছদ

মোঃ শিবলু রহমান 

শাজাহানপুর (বগুড়া) থেকে, 

র‌্যাব-১২, বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার শেরপুর থানা এলাকায় ০১ জন এজাহারনামীয় আসামী অবস্থান করিতেছে। এই সংবাদের ভিত্তিতে অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর সার্বিক দিক নির্দেশনায় ১২ মার্চ ২০২৩ ইং তারিখ বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে (শেরপুর থানার মামলা নং-৩৬/৩৬ তাং- ২৯ জানুয়ারী ২০২৩, ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইন (সং/০৩) এর ৭/৩০) মামলার এজাহারনামীয় আসামী মোঃ আশিকুর রহমান (২৩), পিতা- মোঃ আমিনুল ইসলাম, সাং- ধরমোকাম, থানা- শেরপুর, জেলা- বগুড়া’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তা প্রেরক:

মীর মনির হোসেন,

কোম্পানী কমান্ডার,

র‌্যাব-১২, বগুড়া।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব