বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত : নির্দলীয় নিরপেক্ষ প্যানেল জয়ী

সম্পাদকীয় 6 months ago আইনজীবী সমিতি নির্বাচন

এম.নাসিরউদ্দিন

বান্দরবান জেলা প্রতিনিধি :

           আজ ০৫ ফেব্রুয়ারী রবিবার বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা জজ কোর্ট প্রাঙ্গনস্থ আইনজীবী ভবনে স্বত্বস্ফুর্তভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার নির্বাচনে মোট ৮৬ জন ভোটারের মধ্যে ৮৩ জন আইনজীবী ভোটে অংশগ্রহণ করে। আর এতে ৪৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট ইলিয়াছুর রহমান  এবং ৪২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট মোঃ খলিল। ৪৭ ভোট পেয়ে সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন অ্যাডভোকেট মোঃ কাজী সালাউদ্দিন কাদের প্রিন্স। ৪৬ ভোট পেয়ে অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন অ্যাডভোকেট দিপংকর দাশ গুপ্ত। ৫৭ ভোট পেয়ে সহ সভাপতি পদে নির্বাচিত হন অ্যাডভোকেট মাধবী মার্মা। 


বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট মোঃ আমিন উল্লাহ বিপ্লব, আইটি সম্পাদক অ্যাডভোকেট উম্যাসিং মার্মা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট আবু হেনা মোস্তফা কামাল ও নির্বাহী সদস্য অ্যাডভোকেট মুহাং শাহনেওয়াজ চৌধুরী, অ্যাডভোকেট শাকিল মাহমুদ খান সবুজ ও অ্যাডভোকেট ন্যথ্যাই মং মার্মা ।


নির্বাচনের মূখ্য নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট স্বপন কুমার চৌধুরী, নির্বাচন কর্মকর্তা-০১ হিসাবে দায়িত্ব পালান করেন  অ্যাডভোকেট মোহাম্মদ শাহাজান ও নির্বাচন কর্মকর্তা-০২ হিসাবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট  মেনুসাং মার্মা। তাঁরা নির্বাচনের এ ফলাফল নিশ্চিত করেন।


Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব