নতুন ড্যাপ অনুমোদন দিয়ে জারী করা প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে

সম্পাদকীয় 11 months ago আইনজীবী সমিতি নির্বাচন


ল নিউজ ২৪ ডট কম: নতুন ডিটেইল্ড এরিয়া প্ল্যান ( ড্যাপ) অনুমদিন দিয়ে জারী কার প্রজ্ঞাপনের স্থগিত চেয়ে রিট করা হয়েছে।  রিটে ২৩ শে আগস্ট জারী করা প্রজ্ঞাপন স্থগিত ও ২০১০ সালের ড্যাপ চালুর  আর্জি জানানোর হয়।
অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রোববার ( ১১ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট টি ফাইল করেন।  
রিটে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, গনপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজউকের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট্রদের বিবাদী করা হয়েছে।  


এর আগে ২৩ শে আগস্ট নতুন ড্যাপ অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারী করা হয়েছে  এবং ২০১০ সালের ড্যাপ রহিত করা হয় একই প্রজ্ঞাপনে।  তবে ২০১০ সালের ড্যাপের আলোকে যে সকল কার্যক্রম রো হয়েছে সেগুলো বৈধ করা হয়েছে।  নতুন ড্যাপে তলা ভিত্তিক ভকন নির্মানের বাতিল করা হয়েছে।   এখানে এলাকা ভিত্তিক ফ্লোর এরিয়া রেশিও (এএফ আর) নির্ধারন করা হয়েছে। 

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব