ল নিউজ ২৪ ডট কম: নতুন ডিটেইল্ড এরিয়া প্ল্যান ( ড্যাপ) অনুমদিন দিয়ে জারী কার প্রজ্ঞাপনের স্থগিত চেয়ে রিট করা হয়েছে। রিটে ২৩ শে আগস্ট জারী করা প্রজ্ঞাপন স্থগিত ও ২০১০ সালের ড্যাপ চালুর আর্জি জানানোর হয়।
অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ রোববার ( ১১ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট টি ফাইল করেন।
রিটে রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, গনপূর্ত মন্ত্রণালয়ের সচিব, রাজউকের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট্রদের বিবাদী করা হয়েছে।
এর আগে ২৩ শে আগস্ট নতুন ড্যাপ অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারী করা হয়েছে এবং ২০১০ সালের ড্যাপ রহিত করা হয় একই প্রজ্ঞাপনে। তবে ২০১০ সালের ড্যাপের আলোকে যে সকল কার্যক্রম রো হয়েছে সেগুলো বৈধ করা হয়েছে। নতুন ড্যাপে তলা ভিত্তিক ভকন নির্মানের বাতিল করা হয়েছে। এখানে এলাকা ভিত্তিক ফ্লোর এরিয়া রেশিও (এএফ আর) নির্ধারন করা হয়েছে।