কক্সবাজার আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ফলাফল শনিবার (২৫ ফ্রেব্রুয়ারি) মধ্যরাতে ঘোষণা করেন নির্বাচন কমিশন।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২টি কেন্দ্রে টানা ভোটগ্রহণের পর মধ্যরাতে ফলাফল ঘোষণা করা হয়।
প্রাপ্ত নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’ প্যানেল সাধারণ সম্পাদকসহ ৪ জন নির্বাচিত হয়েছেন। অপরদিকে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ‘আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেল সভাপতিসহ মোট ১৩টি পদে নির্বাচিত হন।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোহাম্মদ বারেক রাত সাড়ে ১১টার দিকে এ ফল ঘোষণা করেন।
নির্বাচনে বিজয়ীরা হলেন, সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. কাসেম আলী, সহ-সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন, সাধারণ সম্পাাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক, সহ-সাধারণ সম্পাদ (সাধারণ) অ্যাডভোকেট নুরুল ইসলাম সায়েম, সহ-সাধাারণ সম্পাদক (হিসাব) অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম টিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ আাহমদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শাহীন,
কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন, অ্যাডভোকেট মো. তৌহিদুল আনোয়ার,অ্যাডভোকেট আবদুল্লাহ, অ্যাডভোকেট মোশতাক আহমদ চৌধুরী, অ্যাডভোকেট আমির হোসেন-২, অ্যাডভোকেট এম এম ইমরুল শরীফ, অ্যাডভোকেট শওকত ওসমান, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন-৪, অ্যাডভোকেট মো. ইসহাক-১।