সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ আজ ১৫ মার্চ সকাল ১০টায় শুরুর কথা থাকলেও এখনও ভোটগ্রহণ শুরু হয়নি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনকে কেন্দ্রকরে আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের পাল্টাপাল্টি অবস্থানে উত্তেজনা বিরাজ করছে। চলছে দুই পক্ষের মধ্যে হট্টগোল। সংঘর্ষ এড়াতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ৩১ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, সোমবার রাতে হটাৎ করে পরিচালনা কামিটির প্রধান জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মো. মনসুরুল হক চৌধুরী পদত্যাগ করেন। দেখা দেয় নতুন জটিলতা। যথাযথ ভোটগ্রহন শুরু করতে বিএনপি ও আওয়ামী লীগ দুপক্ষই নতুন দুজনকে প্রধান কমিশনার করেন। আওয়ামী লীগপন্থিদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামানকে এবং বিএনপিপন্থি আইনজীবীদের পক্ষে সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট এ এস এম মোক্তার কবিরেকে প্রধান নির্বচন কমিশনার করেন।
আজ সকালে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা তাদের গঠন কারা প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামানের অধীনে ভোটগ্রহণ শুরুর চেষ্টা করেন। এসময় বাধা দেন বিএনপিপন্থি আইনজীবীরা। তারা দাবি জানান, সুষ্ঠু পদ্ধতির মাধ্যমে ভোটগ্রহণ শুরু করতে হবে। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনা ও হট্টগোল শুরু হয়।
দুপক্ষই পল্টাপাল্টি অবস্থান নিয়ে স্লোগান দেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির ল নিউজ ২৪ কে জানান এখনও ভোটগ্রহণ শুরু হয়নি। আশা করছি ঘন্টাখানেকের মধ্যে ভোটগ্রহণ শুরু হবে।