কুষ্টিয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে বৃদ্ধকে বের করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট

সম্পাদকীয় 6 months ago প্রচ্ছদ

কুষ্টিয়ায় খোকসা উপজেলায় প্রধানসন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ পাওয়া এক বৃদ্ধকে ওই ঘর থেকে বের করে দেওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। ওই বৃদ্ধ বরাদ্দ ঘরে না থেকে কেন বারান্দায় এক কোণে থাকেন- সে বিষয়ে সবশেষ তথ্য জানতে চেয়েছেন আদালত।


কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে কথা বলে এ বিষয়ে কী পদক্ষেপ দেওয়া হয়েছে তা হাইকোর্টকে জানালে হাইকোর্ট পরবর্তী আদেশ দেবেন। 


রাষ্ট্রপক্ষের আইরজীবী ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ল নিউজ ২৪ কে বিষয়টি নিশ্চিত করেন।


রোববার (২৯ জানুয়ারি) হাইকোর্টে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত এ সংক্রান্ত খবর আমলে নিয়ে এ আদেশ দেন হাইকোর্ট।


ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ল নিইজ ২৪ কে বলেন, আদালতে এ বিষয়ে ক্ষুব্ধ হয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার জন্য আমাকে বলেন। তবে জেলা প্রশাসক একটি প্রোগ্রামে থাকায়  এনডিসি শায়েদ আরমানকে বিষয়টি জানিয়েছি। পরে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবো।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব