রাজবাড়ীতে শিক্ষক হত্যা মামলায় অস্ত্র, গুলিসহ ৫জন গ্রেফতার

সম্পাদকীয় 3 months ago প্রচ্ছদ

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ীর পাংশায় পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান মুকু (৪৭) হত্যা মামলায় অস্ত্র, গুলিসহ ৫জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।


শুক্রবার (৫মে) রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান নিজ কার্যালয়ের  সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য নিশ্চিত করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  মোঃ রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।


গত রবিবার (৩০এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে সহকারী শিক্ষক মিজানুর রহমান মুকু কে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের স্ত্রী শাহানারা বেগম পাংশা মডেল থানায় অজ্ঞাত আসামী করে মামলা করেন।


তারই ধারাবাহিকতায় ওই  হত্যাকান্ডের সাথে জরিত ৫ জনকে আগ্নেয়ান্ত্র, গুলিসহ

গ্রেপ্তার করে পুলিশ।


শিক্ষক হত্যায় জড়িত গ্রেফতার  সন্ত্রাসীরা হল জেলার পাংশা উপজেলার হাটবন গ্রামের শাকিবুল হাসান, আকাশ সরকার, রামপ্রসাদ সরকার, বিজয় কুমার সরকার ও বাদল সরকার।


জানাগেছে ছিনতাইয়ের উদ্দেশ্য এই হত্যাকান্ডটি ঘটেছে। 


Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব