আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দ্বিতীয় বার দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু। শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২২তম জাতীয় সম্মেলনে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা তার নাম ঘোষণা করেন।
এর আগে ২১তম জাতীয় সম্মেলনে অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু আওয়ামী লীগের আগের কমিটির নির্বাহী সদস্য ছিলেন। ওই কমিটির আগের কমিটিতে আইন বিষয়ক সম্পাদক ছিলেন সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং বর্তমান মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।
অ্যাডভোকেট কাজী নজীবউল্লাহ্ হিরু এর আগে বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক, জগন্নাথ কলেজ ছাত্রলীগের সভাপতি, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।
দশম বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। আর তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ওবায়দুল কাদের।