স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
বিভিন্ন আইন বাস্তবায়নে রাজবাড়ীতে ২টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন২০০৯এর ৫৩ ধারা লংঘনে অপরাধ স্বীকার করায় ফেয়ার ফুড প্রোডাক্টস্ মালিক কে ১৫,০০০টাকা ও গ্রাম-বাংলা পোল্ট্রি মেডিসিন স্টোর মালিক কে ঔষুধ আইনে সংশ্লিষ্ট ধরায় ১০,০০০ টাকা সর্বমোট ২৫,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করাসহ সতর্ক করেন।
সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শিবরাজ চৌধুরী এর নেতৃত্বে সোমবার (২৯মে ) সদর উপজেলার খানখানাপুরের সামের মোড় বাজার ও চর খানখানাপুরের বিভিন্ন প্রতিষ্ঠান গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওইসময় সরকারী আইন ও বিধি বিধান মেনে চলার জন্য ব্যবসায়ীদের পরামর্শ প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতার ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, ফরিদপুর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সহকারি পরিচালক মোহাম্মদ শরীফ সাহেদ, রাজবাড়ী পুলিশ লাইনের পুলিশের একটি টিম,
ডিসি অফিসের পেসকার মোঃআবু হাসান।
জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে।