ল নিউজ ২৪ডট কম: গাজীপরে সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষনা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গল বার ( ২৩ আগস্ট) হাইকোর্ট এর বিচারপতি জাফর আহমেদ ও বিচার পতি মো: আখতারুজ্জামানের সমন্ধয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
স্থানীয় সরকার সচিব সহ সংশ্লিষ্টদের ২ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে জাহাঙ্গীর আলমের পক্ষে শুনানী করেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিষ্টার রোকন উদ্দিন মাহমুদ । রাষ্ট্র পক্ষে ছিলেন অ্যার্টনী জেনারেল এ এম আমিন উদ্দিন।