ল নিউজ ২৪.কম: সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সদস্যদের জন্য ডিজিটাল ওকালতনামার স্টিকার উদ্বোধন করা হয়েছে। ১০ জানুয়ারী সোমবার উদ্বোবন করেন সমিতির সম্পাদক ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল।
নতুন এই ওকালতনামা স্টিকার ক্রয়ের সাথে সাথে সদস্যের ছবি, নাম,আইডি নং, ক্রয়ের তারিখ ও সময় উল্লেখ থাকবে।