ডা: মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে আদালতে

সম্পাদকীয় 1 year ago প্রচ্ছদ


ল নিউজ ২৪.কম: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী  খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার  জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ন , অশ্লীল ভাষায় নারী বিদ্ধেষ বক্তব্যের অভিযোগে পদ হারানো তথ্য প্রতমিন্ত্রী ডা. মুরাদ হাসান এবং উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদের  বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে।

ডা: মুরাদ হাসান ছবি -সংগৃহীত
আজ রবিবার (১২ ডিসেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের সেরেস্তায় এ মামলার আবেদন  করেন ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী। মামলার বিষয়ে আগামীকাল সোমবার শুনানি অনুষ্ঠিত হবে বলে  জানিয়েছেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

মামলার অভিযোগ উল্লেখ  করা হয়, 'ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ এবং প্রচারের  মাধ্যমে  দেশে রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে শত্রুতা, ঘৃর্না,বিদ্বেষ,  ও মানহানিকর  পরিস্থিতি সৃষ্টির  মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা  আইন ২০১৮ এর ২৫/২৯/৩১/৩৫ ধারার অপরাধ করেছে। ন্যায় বিচারের স্বার্থে আসামির  বিরুদ্ধে  অপরাধ আমলে গ্রহণ করে গ্রেপ্তারী পরোয়ানা জারি আদদেশ দানে আদালতের র্মজি হয়।’



Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব