বান্দরবানে ৩ কেএনএফের সদস্য ও শারক্বীয়ার ১৭ জঙ্গি সদস্য অস্ত্রসহ আটক

সম্পাদকীয় 6 months ago প্রচ্ছদ

এম,নাসিরউদ্দিন,

 বান্দরবান জেলা প্রতিনিধিঃ

                        বান্দরবানের থানচি উপজেলার লোয়াংমুয়াল রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় টানা ১২ ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানের পর ্যাবের হাতে আটক হয়েছে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার দুদর্ষ ১৭ জঙ্গি কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর সদস্য। এসময় ্যাবের অভিযানে বিপুল পরিমাণ  অস্ত্র, গুলি,বোমা তৈরির সরঞ্জামাদি, গোলাবারুদসহ  নগদ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

 

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া' ১৭ জন সদস্য পাহাড়ি  বিচ্ছিন্নতাবাদী সংগঠন (কেএনএফ) এর জনকে বান্দরবানের থানছির রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।অভিযানে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম,গোলাবারুদ নগদ লক্ষ টাকা উদ্ধার বিষয়ে প্রেস ব্রিফিং করছেন র‍্যাব এর লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

 

বুধবার সকালে বান্দরবান জেলা পরিষদের কনফারেন্স রুমে অভিযানের বিষয়ে বিস্তারিত সাংবাদিকদের উপস্থিতিতে  তুলে ধরা হয়।

 

প্রেস ব্রিফিং জানানো যাচ্ছে যে গত  ২৩(জানুয়ারি) কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকায় ইয়াহিয়া গার্ডেনের গহীন বনাঞ্চলে অভিযান পরিচালনা করে জামাতুল আনসার আনসার ফিল হিন্দাল শারক্বীয়া' শুরা সদস্য সামরিক শাখার প্রধান রনবীর বোমা বিশেষজ্ঞ বাশারকে গ্রেফতার করে র‍্যাব।গ্রেফতারকৃতদের নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাহাড়ি অঞ্চল সহ বিভিন্ন এলাকায় নজরদারি পরিচালনা অব্যাহত রাখা হয়।



Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব