ভোলা ভেদুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সম্পাদকীয় 23 hours ago প্রচ্ছদ

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর রমেশ গ্রামে চার্জ থেকে অটোরিকশা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহীন (১৯) নামে এক নববিবাহিত যুবক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (২৬ আগষ্ট) সকালে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর রমেশ গ্রামে এ ঘটনা ঘটে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত শাহীন ওই গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

শাহীনকে হাসপাতালে নিয়ে আসা ওয়াসিম জানান, সে গতকাল সারাদিন অটোরিকশা চালিয়ে রাতে চার্জে দিয়ে রাখে। সকালে চার্জ থেকে অটোরিকশা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এরপর তাকে দ্রুত ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন ১০ দিন আগে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে শাহীন বিয়ে করেন। তার গায়ে হলুদ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে। হাতের মেহেদি এখনও শুকায়নি। আগামী ৩০ আগস্ট নববধূকে শাহীনের বাসায় তুলে আনার কথা ছিল। 

এদিকে তার আকস্মিক মৃত্যুর খবরে শ্বশুড়বাড়ির লোকজন সদর হাসপাতালে ছুটে আসেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, শাহীনের মৃত্যু খুবই হ্নদয়বেদারক। তার লাশ হাসপাতালে রয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হবে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব