মিরপুরে বাসার তালা ভেঙে সোনা চুরির অভিযোগে গ্রেফতার দুই ভাই জুলহাস (৩১) ও বিল্লাল হোসেনের (২৬) দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (১৪ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন । এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ।
এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি আদালত তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সাভার ও চাঁদপুরে অভিযান চালিয়ে মিরপুর মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে। ছোট ভাই বিল্লালের কাছ থেকে চুরি করা শিখেছেন বলে জানান বড় ভাই জুলহাস।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে এক জোড়া হাতের চুড়ি, এক জোড়া কানের দুল, একটি সোনার চেইন ও গলিত রূপান্তরিত সোনাসহ মোট ৮ ভরি ১০ আনা সোনা জব্দ করা হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের চাবি, রেঞ্জসহ চুরি করার বিভিন্ন সরঞ্জাম জব্দ করে পুলিশ।
গত ২৭ ফেব্রুয়ারি মিরপুর মডেল থানার আহাম্মেদনগরে সিরাজুম মুনীরা নামের একজনের বাসার তালা ভেঙে আনুমানিক ২৪ ভরি সোনা ও নগদ ৬০ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। পরে সিসিটিভির ফুটেজ দেখে বিল্লাল ও তার ভাই জুলহাসকে শনাক্ত করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়।