ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৮৮০ পিচ ইয়াবা ও বিদেশী মদ(হুইস্কি) এবং ৪ রোল ফয়েল পেপারসহ মো: আরিফ (২০) মোঃমিজান (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।
শনিবার (১৯ আগস্ট) সকাল ০৬:৪৫ ঘটিকার সময় ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ইলিশা ফেরিঘাট, চৌরাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ভোলা চরফ্যাশন উপজেলার বাসিন্দা ।
আসামীদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।