ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সম্পাদকীয় 1 day ago প্রচ্ছদ

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে  এক যুবকের মৃত্যু হয়েছে।  মো. ইকবাল হোসেন সোহেল নামে ২২ বছর বয়সী  যুবকের  বাড়ি ২ নং কালমা ইউনিয়নের বালুরচর এলাকায়। তার বাবার নাম কামাল হোসেন মিজি। 

জানা যায়, শুক্রবার বিকালের দিকে মোটর দিয়ে নিজ বসতঘরের পাশের ডোবার পানি সেচ করতে যান সোহেল। এ সময় মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে  বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে আশেপাশের লোকজন  সোহেলকে উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক  শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই যুবকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব