মোছলেহ উদ্দীন সবুজ,
প্রতিনিধি - চট্টগ্রাম
চট্টগ্রামে বিড়ালছানা দেওয়ার লোভ দেখিয়ে অপহরণের আট দিন পর শিশু আবিদা সুলতানা আয়নীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি জানিয়েছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৯ মার্চ) ভোরে মহানগরীর পাহাড়তলী থানার ওয়ার্লেস মুরগির ফার্ম এলাকার একটি ডোবা থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এসময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মহানগর পিবিআইয়ের পুলিশ সুপার নাঈমা সুলতানা জানান, গ্রেপ্তার সবজি বিক্রেতার নাম রুবেল। ঘটনার পর থেকে সন্দেহভাজন হিসেবে তাকে নিয়ে কাজ শুরু করলেও পরিবারের সঙ্গে মিলিত থাকাতে তাকে শনাক্ত করতে বেগ পেতে হয়। পরে রুবেল স্বীকার করে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে বস্তাবন্দি মরদেহ ডোবার ফেলে দিয়েছিল।
পিবিআইয়ের পরিদর্শক মো. ইলিয়াস বলেন সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা নজরদারীর মাধ্যমে এ ঘটনার অভিযুক্ত সবজি বিক্রেতা রুবেলকে আটক করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
গতকাল চট্রগ্রাম আদালতে করা মামলার অভিযোগ থেকে জানা গেছে, চতুর্থ শ্রেণির পড়ুয়া শিশুটির মা-বাবা দুজনেই পোশাককর্মী। মা চট্টগ্রামে আর বাবা ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। মা কর্মস্থলে থাকার সময় শিশুটি তার দাদুর সঙ্গে বাসায় থাকতো। কয়েকদিন আগে সে তার এক বান্ধবী বিড়ালছানা কিনেছে জানিয়ে তাকেও একটি কিনে দেওয়ার কথা বলে। এসময় তার মা বিবি ফাতেমা বেতন পেলে বিড়ালছানা কিনে দেবেন বলে জানান। এ অবস্থায় ২১ মার্চ আয়নী স্কুলে গেলে আর ফিরে আসেনি।
এদিকে মেয়েকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। এমন নৃশংস ঘটনার বিচার দাবি করছে স্বজনরা।