জামালপুরে ২৩ কেজি গাঁজাসহ ৩ জন আটক

সম্পাদকীয় 4 days ago প্রচ্ছদ

জামালপুর সদর উপজেলায় ২৩ কেজি গাঁজাসহ একই পরিবারের তিন কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ আগস্ট) দিনগত রাতে শিলকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার শিলকুড়িয়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে লেবু মিয়া (৪৬) ও রিপন মিয়া ওরফে দুখু (৪০) এবং রিপন মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫)।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি কাজী শাহনেওয়াজ বলেন, দীর্ঘদিন ধরেই তারা জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছে। মঙ্গলবার রাতে উপজেলার শিলকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলমান আছে।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব