ঝিনাইদহের শৈলকুপায় স্ত্রী হত্যায় ঘাতক স্বামী আটক

সম্পাদকীয় 3 weeks ago প্রচ্ছদ

ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলা কেটে হত্যার ঘটনায় স্বামী রইচ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (৩১ জুলাই) গভীর রাতে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা থেকে তাকে গ্রেফতার শৈলকুপা থানা পুলিশ।


ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।


গ্রেফতার রইচ উদ্দিন পার্শ্ববর্তী চর ত্রিবেনী গ্রামের বাসিন্দা।


তিনি জানান, ঘটনার দিনই হত্যায় ব্যবহৃত বটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত নাজমা খাতুনের (৪০) পোস্টমর্টেম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে এখনও কোনো মামলা হয়নি। আসামি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।


উলে­খ্য, রোববার (৩০ জুলাই) রাত ১২টার দিকে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার পদমদি গ্রামে স্ত্রী রোজিনাকে পারিবারিক কলহের জেরে বটি দিয়ে গলা কেটে হত্যা করে স্বামী রইচ। তারপর থেকে তিনি পলাতক ছিলেন।


নিহত নাজমা খাতুন ওই গ্রামের মৃত ইজাহার শেখের মেয়ে। স্বামী রইচ উদ্দিনের সঙ্গে বনিবনা না হওয়ায় দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতেন নাজমা খাতুন। তার স্বামী রইচ উদ্দিন দ্বিতীয় বিয়ে করে ঢাকায় থাকতেন।

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব