শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে ব্যথানাশক ক্রিম, প্রসাধনী সামগ্রী ও চশমা উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২২ আগস্ট) উপজেলার তামাগাঁও এলাকা থেকে এসব সামগ্রী উদ্ধার এবং তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইগাতী থানার ওসি মো. মনিরুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গুমড়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে সামছুল হক (৫০), তামাগাঁও এলাকার লাল মিয়ার ছেলে সোলাইমান (২৬) ও একই এলাকার কফিল উদ্দিনের ছেলে আবু তাহের (২০)। উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক বাজারম‚ল্য সাড়ে চার লাখ টাকা বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ জানায়, সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধপথে আমদানি করা সামগ্রী পাচারের প্রস্তুতি চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মনিরুল আলম ভূঁইয়ার নেতৃত্বে তামাগাঁও এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশায় সাত বস্তায় ভর্তি অবৈধ ব্যথানাশক ক্রিম, প্রসাধনী সামগ্রী ও চশমা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
ওসি মো. মনিরুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।