পাকুন্দিয়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সম্পাদকীয় 6 days ago প্রচ্ছদ

ওয়াজেদ আলি,

কিশোরগঞ্জ প্রতিনিধি, 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ওমর ফারুক (১৯) নামের এক ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্তকেন্দ্রের পুলিশ। দীর্ঘ পাঁচ মাস পর শনিবার (১৯ আগস্ট) গভীর রাতে নরসিংদী জেলার মাধবদী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওমর ফারুক উপজেলার মধ্য মান্দারকান্দি গ্রামের দুঃখু মিয়ার ছেলে। এ ঘটনায় মামলা হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত গভীর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদীর মাধবদী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই পুলিশ তাকে আহুতিয়া তদন্ত কেন্দ্রের হেফাজতে নিয়ে আসে।

মামলা সূত্রে জানা গেছে, প্রতিবেশী দুঃখু মিয়ার ছেলে ওমর ফারুক প্রায়ই মেয়েটিকে উত্ত্যক্ত করতো। অনেকবার হুমকিও দিয়েছে। বিষয়টি মেয়ে তার পরিবারকে জানায়। পরে মেয়ের পরিবারের লোকজন ফারুকের পরিবারের কাছে এ বিষয়ে বিচারপ্রার্থী হয়। এতে ক্ষিপ্ত হয় ফারুক। গত ২৩ মার্চ রাতে মেয়েটি পাশের বাড়ির ইকবাল পাঠানের বাড়ি থেকে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিল। এ সময় ফারুক তার পথরোধ করে গলায় ছুরি ধরে অপহরণ করে বাড়ির দক্ষিণ পাশের একটি পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে জোর করে তাকে ধর্ষণ করে পালিয়ে যায় ফারুক। এ বিষয়ে মেয়েটির পরিবার এলাকার মাতব্বরদের দারে দারে ঘুরেও কোন বিচার পায়নি। পরে ঘটনার এক সপ্তাহ পর মেয়েটির চাচা বাদী হয়ে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ ওমর ফারুককে আসামি করে একটি মামলা করেন। পরে আদালতের নির্দেশে পাকুন্দিয়া থানায় মামলাটি রুজু করা হয়। এ মামলায় দীর্ঘ পাঁচ মাস পর তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনের হাত থেকে সে নিজেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। আজ রবিরার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব