মোঃমাকছুদুর রহমান,
তিনিধি ভোলা-
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জমি-জমা বিরোধে আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ বড় ভাইকে আটক করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামে ঘটনা ঘটে।
বোরহানউদ্দিন থানার (ওসি) মো. মনির মিঞা তদন্ত প্রতিবেদন করছে। খুন হওয়া ছালেম মুন্সি (৫৫) ওই গ্রামের মৃত আমির মুন্সির ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। তার ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে। ঘাতক খুনি নসু (৬০) মুন্সি ছালেমের আপন বড় ভাই।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ছালেমের বাবার ও কেনা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তার আপন বড় ভাই নসুর সঙ্গে বিরোধ চলছিল। স্থানীয় পর্যায়ে এ নিয়ে একাধিক সালিসি বৈঠকও হয়েছে। এরপরও এ বিরোধের কোনো নিষ্পত্তি হয়নি। মাঝেমধ্যেই এ বিরোধ থেকে বাকবিতণ্ডার সৃষ্টি হতো।
সর্বশেষ শুক্রবার বিকেলেও দুভাইয়ের মধ্যে কথার বাড়াবাড়ির সৃষ্টি হয়। একপর্যায়ে বাড়াবাড়ির সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষে ছালেমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এসময় নসু মুন্সীর সঙ্গে তার ছেলে আব্বাস মুন্সি, আকতার হোসেন, আকবার মুন্সি ও হাসনাইন ছিল।
খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছালেমের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত আলামত।
ওসি মনির মিঞা , এ ঘটনায় ঘাতক বড় ভাই নসুকে অভিযান চালিয়ে রাত ৮টার দিকে আটক করা হয়েছে। ভাইকে খুন করে নসু পালিয়ে যাওয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ঘটনায় ছালেমের স্ত্রী জয়তুন বেগম বাদী হয়ে নসুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
নসুকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হবে এবং এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।