ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া ও গজারিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মো. রেদোয়ান ও সামি নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ আগষ্ট) দুপুরে ও বিকেলে পৃথক এ দুইটি মৃত্যুর ঘটনা ঘটে।
দুই বছর বয়সী রেদোয়ান পাঙ্গাশিয়া গ্রামের আবুল বাশার সরকারের ছেলে এবং পাঁচ বছর বয়সী সামি গজারিয়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশু রেদোয়ান ও সামি পুকুরের পানিতে ডুবে মারা গেছে। দুই শিশুর পরিবারকে দাফনের অনুমতি দেয়া হয়েছে।