আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন প্রধান বিচারপতি

সম্পাদকীয় 10 months ago প্রচ্ছদ


ল নিউজ ২৪ ডট কম: আগামী ১৫ অক্টোবর শনিবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষ হচ্ছে ।  আগামী রোববার ( ১৬ অক্টোবর) থেকে আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের নিয়মিত কার্যক্রম শুরু হবে।  
রেওয়াজ অনুযায়ী অবকাশ কালীন ছুটির  পর সুপ্রিম কোর্টের আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।  
১২ অক্টোবর বুধবার সুপ্রিম কোর্টরে রেজিস্টার জেনারেল গোলাম রব্বানী সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।  
বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী রোববার( ১৬ অক্টোবর) অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সুপ্রিম কোর্টের মূল ভবনের ভিতরের লনে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিমকোর্ট আইনজীবিসিমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী । 

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব