সাইবার অপরাধ মামলায় মো. আল-আমিন খান (২৮) নামে পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৩।
রোববার (১৩ আগস্ট) ভোর রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মো. আল-আমিন খানের (২৮) গ্রামের বাড়ী পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কিসমত শ্রীনগর এলাকায়। তার বাবার নাম আমিন খান।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক। তিনি জানান, বগুড়া সদর থানার একটি সাইবার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আল আমিন সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ছবি সংগ্রহ করতেন। এরপর সেগুলো এডিট করে নগ্ন ছবিতে রূপান্তরের মাধ্যমে ফেইক আইডি খুলতেন। সেই আইডিতে বিভিন্ন ব্যক্তির সাথে বন্ধুত্ব জমিয়ে ব্ল্যাকমেইল করে আসছিলেন তিনি।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, একটি ঘটনায় এক ভুক্তভোগী বগুড়া সদর থানায় একটি অভিযোগ করেন। সেই প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তে নামে। এরপর তাকে শনাক্ত করা হয়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।