গোপন তথ্যে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে মো. সবুজ ওরফে বকুল ওরফে দাদা ভাই (৫৫) নামে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (৬ আগস্ট) দুপুরে র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন ভোররাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সবুজের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গ্রেফতার সবুজের বিরুদ্ধে পাবনা জেলার বেড়া থানায় ২০০৯ সালে একটি হত্যা মামলা হয়েছিল। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০১২ সালে রায় দেন। রায়ে সবুজকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে রায় ঘোষণার পর থেকেই সবুজ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিলেন।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেছেন র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।