টঙ্গীর তুরোগপাড়ে মুসলিম উম্মাহর দ্বিতীয় জমায়েত বিশ্ব ইজতেমার শেষদিন আজ। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৬তম বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতের পূর্বে হেদায়েতি বয়ান করবেন তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। হেদায়েতি বয়ান শেষ হলে তিনি আখেরি মোনাজাত পরিচালনা করবেন।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মুরুব্বি ও আয়োজক কমিটির ফয়সালা মোতাবেক দুপুর ১২টায় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হবে।
এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে সকল দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা ইজতেমার ময়দানের দিকে আসছেন। ইজতেমা এলাকায় পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকলেও যত্রী ও কাঁচামালবাহী যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ইজতেমার দ্বিতীয় পর্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানিয়েছেন কয়েক স্তরে নিরাপত্তার পাশাপাশি অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির সদস্য মোতায়েন আছে ।
এদিকে মুসল্লিদের জন্য রোববার সকাল থেকেত পাঁচ জোড়া বিশেষ ট্রেন যাতায়াত করছে। বেশকিছু বাসও চলাচল করছে।