লাখো মুসল্লির জমায়েতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত দুপুর ১২টায়

সম্পাদকীয় 7 months ago প্রচ্ছদ

টঙ্গীর তুরোগপাড়ে মুসলিম উম্মাহর দ্বিতীয় জমায়েত বিশ্ব ইজতেমার শেষদিন আজ। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৬তম বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতের পূর্বে হেদায়েতি বয়ান করবেন তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। হেদায়েতি বয়ান শেষ হলে তিনি আখেরি মোনাজাত পরিচালনা করবেন।


বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মুরুব্বি ও আয়োজক কমিটির ফয়সালা মোতাবেক দুপুর ১২টায় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হবে।


এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে সকল দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা ইজতেমার ময়দানের দিকে আসছেন। ইজতেমা এলাকায় পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকলেও যত্রী ও কাঁচামালবাহী যান চলাচল স্বাভাবিক রয়েছে।


ইজতেমার দ্বিতীয় পর্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।  মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানিয়েছেন কয়েক স্তরে নিরাপত্তার পাশাপাশি অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির সদস্য মোতায়েন আছে ।


এদিকে মুসল্লিদের জন্য রোববার সকাল থেকেত পাঁচ জোড়া বিশেষ ট্রেন যাতায়াত করছে। বেশকিছু বাসও চলাচল করছে। 

Responsive image

প্রাসংঙ্গিক নিউজ

শিরোনাম

⬤ রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন এসপি ⬤ ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত ⬤ আলোচিত নাইকো দুর্নীতি মামলায় ‘দেখে দেখে’ সাক্ষী নেওয়া বন্ধে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন ⬤ রাজধানীতে পুলিশের অভিযানে সিঁধেল চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার সাত ⬤ নারী কমিশনার’কে নির্মম নির্যাতনের ঘটনায় মূলহোতা মাসুদসহ জড়িত ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব